• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রহরী মারধরের অভিযোগ

প্রতীকী ছবি

সারা দেশ

রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রহরী মারধরের অভিযোগ

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল প্রহরীকে মারধরের অভিযোগ উঠেছে রাতিক নামের এক শাখা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। রাতিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে। অন্যদিকে মারধরের শিকার মাদার বখস হলের প্রহরী নওশাদ।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এই ঘটনা ঘটে। 

হল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ছাত্রলীগ নেতা রাতিক তার গেস্টকে নিয়ে হলে প্রবেশ করে। এ সময় হল প্রহরী নওশাদ ওই অতিথির পরিচয় জানতে চায়। রাতিক তার অতিথির পরিচয় দিলে প্রহরী নওশাদ রাতিককে জানায় গেস্টকে রুমে নিতে চাইলে প্রভোস্ট স্যারের অনুমতি লাগবে। বিষয়টি নিয়ে প্রহরী নওশাদ ও ছাত্রলীগ নেতা রাতিকের মধ্যে কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে রাতিক ক্ষেভে নওশাদকে কিল-ঘুষি মারতে থাকে।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে রাতিক বলেন, হল প্রহরীকে কোনো মারধর করা হয়নি। আমার এক ভর্তি পরীক্ষার্থীর বড় ভাইকে রুমে নিয়ে যাচ্ছিলাম। এসময় হল প্রহরী আমাকে বাঁধা দেয়। তাকে আমার পরিচয় দেই এবং প্রভোস্টের অনুমতি নেয়া আছে বলে জানাই। তবুও তিনি আমাকে যেতে বাঁধা দেয়। তাই ওনাকে ধাক্কা দিয়ে আমার গেস্টকে আমি রুমে নিয়ে আসি’।  

প্রহরী নওশাদ বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় হলে পরীক্ষার্থী ছাড়া অন্য কোনো অতিথি রাখার অনুমতি নেই। এ বিষয়ে হলে নোটিশও দেয়া হয়েছে। কিন্তু রাতিক ভাই ওনার পরিচয় দেয়াতে ওনাকে আমি প্রভোস্ট স্যারের সঙ্গে কথা বলতে বলি। এতেই ওনি ক্ষিপ্ত আমাকে মারধর করেন।

মাদার বখশ হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. আবদুল আলিম বলেন, ‘গেস্ট রাখার জন্য কেউ আমার কাছে অনুমতি চায়নি। মারধরের বিষয়টি আমি শুনেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads